Our Success Stories & News
দেশের অন্যতম যৌথভাবে বিনিয়োগকৃত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ফিঙ্গারটিপ্স ইনোভেশন্স লিমিটেড, দেশের প্রথম বাংলাদেশী পন্যের ই-কমার্স পোর্টাল শপার্সলিংক এর আত্মপ্রকাশ করতে যাচ্ছে।


দেশের অন্যতম যৌথভাবে বিনিয়োগকৃত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ফিঙ্গারটিপ্স ইনোভেশন্স লিমিটেড, দেশের প্রথম বাংলাদেশী পন্যের ই-কমার্স পোর্টাল শপার্সলিংক এর আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই ই-কমার্স পোর্টাল শুধুমাত্র বাংলাদেশের উদ্যোক্তাদের এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয়ের মূলকেন্দ্র করার প্রয়াস নিয়েই আগাতে প্রতিশ্রুতিবদ্ধ। এর সফটওয়্যার বাংলাদেশের মেধাবী তথ্যপ্রযুক্তিবিদদের হাতেই আন্তর্জাতিক মানের ইআরপি সার্ভিস 'বণিকবুক' নিয়ে কাজ করবে, যেন প্রত্যেক ব্যবসায়ী তার পণ্যের উৎপাদন করা থেকে শুরু করে পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি সরাসরি তদারকি করতে পারে বিশ্বস্ততার সঙ্গে। বাংলাদেশে এধরণের সেবা এই প্রথম। যেকোনো বাংলাদেশের পণ্যের উৎপাদন, বিশ্বের মানচিত্রে শুধু বাংলাদেশকেই নয়, বাংলাদেশের প্রত্যেক উদ্যোক্তার আত্মপ্রকাশ করাবে। আমাদের দেশের কর্মঠ, মেধাবী এই উদ্যোক্তাদের নিয়ে আমরা কাজ করতে চাই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অংশ হিসেবে।
ফিঙ্গারটিপ্স এর সঙ্গে গত মঙ্গলবার এক চুক্তি স্বাক্ষর করেছে জেসিআই আন্তর্জাতিক এর অঙ্গসংগঠন জেসিআই ঢাকা ইউনাইটেড। সমঝোতা স্মারক স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তৌফিকুল করিম সুহৃদ এবং জেসিআই ঢাকা ইউনাইটেড এর বর্তমান সভাপতি ফাহমিদুর রহমান অনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইউনাইটেড এর পরবর্তী সভাপতি ডক্টর মোহাম্মদ আনামুল হক ফিঙ্গারটিপ্স এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা রাশেদুল ইসলাম ও জেসিআই ঢাকা ইউনাইটেড এর সম্মানিত সদস্যরা।
শপার্সলিংক এ যেকোনো জেসিআই উদ্যোক্তা, সদস্য নামমাত্র একটি মাসিক খরচ দিয়ে ইআরপি সেবাসহই তাদের পন্যের বাজারজাতকরণ করতে পারবে। এজন্য তাদের, বা কোনও উদ্যোক্তাদের কোনও পন্যের বিক্রয়লভ্য অর্থে কোনো অংশ বা কমিশন দিতে হবে না। এ-ই সুযোগ সীমিত সময়ের জন্য হলেও উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতেই নেওয়া হয়েছে।